Narendra Modi: ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সার্বিক পন্থা গ্রহণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সার্বিক পন্থা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যের দিকে তো আমাদের নজর রয়েছেই, সুস্থতার দিকেও ততটাই জোর দেওয়া হচ্ছে। শনিবার স্বাস্থ্য সেক্টরের ওপর বাজেটোত্তর ওয়েবিনারে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “স্বচ্ছ ভারত মিশন হোক অথবা ফিট ইন্ডিয়া মিশন, পুষ্টি মিশন হোক অথবা মিশন ইন্দ্রধনুষ, আয়ুষ্মান ভারত হোক অথবা জল জীবন মিশন-আমাদের এই সমস্ত অভিযানকে সর্বাধিক সংখ্যক মানুষের কাছে নিয়ে যেতে হবে।”

মোদী বলেছেন, “আমরা যখন স্বাস্থ্য ক্ষেত্রে সামগ্রিক এবং অন্তর্ভুক্তির কথা বলি, তখন এক্ষত্রে তিনটি বিষয় অন্তর্ভুক্ত করার কথাও বলি। প্রথমত, আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত অবকাঠামো ও মানবসম্পদ সম্প্রসারণ। ক্রিটিক্যাল স্বাস্থ্যসেবা সুবিধা ব্লকস্তর, জেলাস্তর ও গ্রামে পৌঁছে দেওয়াই আমাদের প্রচেষ্টা। এই অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং সময়ে সময়ে আপগ্রেড করা প্রয়োজন। এ জন্য বেসরকারি সেক্টর-সহ অন্যান্য সেক্টরকেও আরও শক্তি নিয়ে এগিয়ে আসতে হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “যেহেতু স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে, আমরা সেই অনুযায়ী দক্ষ স্বাস্থ্য পেশাদার তৈরি করার চেষ্টা করছি। তাই গত বছরের তুলনায় স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত মানবসম্পদ উন্নয়নে বাজেটে বড় ধরনের বৃদ্ধি করা হয়েছে। এটি ভারতের মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিশ্বব্যাপী অ্যাক্সেসকে সহজতর করবে। মেডিকেল ট্যুরিজম বাড়বে এবং দেশবাসীর আয়ের সুযোগ বাড়বে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বর্তমানে আমাদের ছেলে-মেয়েরা শিক্ষার জন্য, বিশেষ করে চিকিৎসা শিক্ষার জন্য বিশ্বের ছোট ছোট দেশে যাচ্ছেন, সেখানে ভাষার সমস্যা আছে, তারপরও তাঁরা যাচ্ছেন। ভারতের কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। আমাদের বেসরকারি সেক্টর কী এই ক্ষেত্রে বেশি সংখ্যায় এগিয়ে আসতে পারে না?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *