বিশালগড়, ২৪ ফেব্রুয়ারি : কামথানা বিওপি’র জওয়ানরা বুধবার রাতে ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। আটক বাংলাদেশী নাগরিকদের মধ্যে আটজন পুরুষ, একজন মহিলা এবং একটি বাচ্চা রয়েছে।
সংবাদ সূত্রে জানা গেছে, বিএসএফ জওয়ানরা যখন সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল তখন ওই বাংলাদেশী নাগরিকরা সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করে। টহলরত জওয়ানরা তাদের আটক করে বিওপিতে নিয়ে আসে। বৃহস্পতিবার তাদেরকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ বেআইনি অনুপ্রবেশ আইনে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে। তবে তাদের কাছ থেকে আপত্তিকর কোনো জিনিসপত্র উদ্ধার করা যায়নি। জানা যায় আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল তারা। তখনোই সীমান্তে বিএসএফের হাতে তারা ধরা পড়েছে।