আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : আমতলী থানা এলাকার দেবটিলা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম রুপম দেব। গতকাল রাত থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই একটি ঘরের বারান্দায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তবে সুইসাইড নোটে কি লেখা রয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।