ইউক্রেন নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, রাশিয়াকে হুঁশিয়ারি আমেরিকার

নিউইয়র্ক, ২২ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়াকে হুঁশিয়ারি দিল আমেরিকা। নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকার প্রতিনিধি বলেছেন, “আন্তর্জাতিক আইন সুস্পষ্টভাবে লঙ্ঘনের দায়ে রাশিয়াকে জবাবদিহি করতে ব্যবস্থা নেবে আমেরিকা।” আমেরিকার প্রতিনিধি আরও বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই পদক্ষেপ স্পষ্টতই ইউক্রেনে আরও আক্রমণের অজুহাত তৈরি করার রাশিয়ার প্রচেষ্টার ভিত্তি।”

পূর্ব ইউক্রেনের দুই রুশপন্থী প্রজাতন্ত্রকে ‘স্বাধীন’ ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে রাষ্ট্রপুঞ্জে আমেরিকা জানিয়েছে, “ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর রাশিয়ার স্পষ্ট আক্রমণ বিনা উস্কানিতেই। রাষ্ট্রপুঞ্জের সদস্য রাষ্ট্র হিসেবে ইউক্রেনের মর্যাদার ওপর আক্রমণ। এটি আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলি লঙ্ঘন করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *