আগরতলা, ২১ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহর সংলগ্ন অরুন্ধতী নগর থানা এলাকার ভট্টপুকুরের একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সেখানকার একটি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় জনগণ। খবর দেওয়া হয় অরুন্ধতী নগর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় সাতসকালে ভট্টপুকুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জলে পড়ে মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা যায়নি।
2022-02-21

