কলকাতা,২০ ফেব্রুয়ারি (হি. স.): আমতার ছাত্রনেতা মৃত্যুর ঘটনায় উত্তেজনা শহর জুড়ে । ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে রবিবার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি বিকাশরঞ্জন ভট্টাচার্যর ।
শনিবার থেকে উত্তপ্ত হাওড়া । অভিযোগ উঠেছে, হাওড়া আমতার বাসিন্দা ছাত্রনেতা আনিস খানের বাড়িতে পুলিশের পোশাক পরা ছদ্মবেশি দুষ্কৃতী এসে তাকে খুন করে । তাঁর বাড়িতে ঢুকে ছাদ থেকে ঠেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ । এই খবর ছড়িয়ে পড়তেই উতপ্ত হয়ে পড়ে হাওড়া । ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের ।এই ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ।