কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : এই মরসুমের শীতের বিদায় নেওয়ার সময় এসে গেছে। হাল্কা শীতের আমেজে গা ভাসাচ্ছে বঙ্গবাসী। রবিবার তাপমাত্রা কিছুটা নীচের দিকেই। কলকাতায় রবিবার সকালের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও আছে।
রবিবার বাংলার জন্য আছে বৃষ্টির ভ্রুকুটি। ঘূর্ণাবতের জেরে সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ রবিবার ও আগামীকাল সোমবার কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কলকাতায় আজ সারাদিন চলবে মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা।
রবিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কম।
অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হবে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবহাওয়া কেটে গেলেও উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।