আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : পূর্ব চাম্পামুড়া এলাকায় বাইপাস রোডে শুক্রবার সকালে একটি অটো ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতরা হলেন কাজল সরকার, নিতাই সরকার, সুখেন সরকার এবং মিঠুন সরকার।
দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে আহতরা বাইপাসে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, দুর্ঘটনায় অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। অসাবধানতা ও দ্রুতগামীতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।