বিশ্রামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে প্রকাশ্য দিবালোকে এক মহিলার শরীরে চুলকানির স্প্রে ছিটিয়ে নগদ ৩৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইবাজরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহিলার নাম অনিতা দেববর্মা।
জানা গেছে, বৃহস্পতিবার তিনি বিশ্রামগঞ্জ ব্যাংক থেকে ৪০ হাজার টাকা তোলেন। সেই টাকা থেকে ৩ হাজার টাকার টিন ক্রয় করেন। বাড়িতে যাওয়ার পথে একটি অটো রিস্কায় চরে টিন গুলো নিয়ে যাচ্ছিলেন। বিশ্রামগঞ্জ বাজার এ অটো দাঁড় করিয়ে অটোচালকের কাছে ৫০০ টাকার একটি নোট দিয়ে মাংস ক্রয় করে এনে দেওয়ার জন্য বলেন তিনি। যথারীতি অটোচালক মাংস ক্রয় করতে চলে যান। এর পরেই ঘটে ছিনতাইয়ের ঘটনা। এক ব্যক্তি ওই মহিলার শরীরে চুলকানির স্প্রে প্রয়োগ করে ৩৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসার আগেই ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে বিশ্রামগঞ্জ থানা সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত ছিনতাইকারীদের টিকির নাগাল পায়নি পুলিশ।