চণ্ডীগড়, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্জাবে ঠিক ভোটের মুখেই বিপাকে আম আদমি পার্টি। দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট বিলির বিস্ফোরক অভিযোগ তুললেন দলেরই এক প্রাক্তন নেতা। অভিযোগের স্বপক্ষে প্রমাণ দেওয়ার জন্য ওই আপ নেতা বৃহস্পতিবার দুপুরে চণ্ডীগড় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনও ডেকেছেন। ওই অভিযোগ ঘিরে আম আদমি পার্টির অন্দরে তোলপাড় শুরু হয়েছে। যদিও কেজরিওয়াল বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।
আর মাত্র দু’দিন বাদেই পঞ্জাবে বিধানসভা ভোট। পঞ্জাবের ভোটে বিজেপি নেতারা কংগ্রেস এবং আপকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালকে বিঁধতে ছাড়ছেন না।
বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় এবার আপকে পঞ্জাবে এগিয়ে রাখা হয়েছে। এই আবহে আপের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগানোর সুযোগ ছাড়তে নারাজ বিজেপি এবং অন্য রাজনৈতিক দল। আপের ওই প্রাক্তন জেলা সভাপতি কেজরিওয়ালের বিরুদ্ধে কী তথ্য প্রমাণ হাজির করেন, তা জানার জন্য উৎসুক হয়ে রয়েছে রাজনৈতিক মহল।