আহমেদাবাদ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): আহমেদাবাদ থেকে ভাদোদরা, সুরাট থেকে রাজকোট-গুজরাটের সর্বত্রই খুলে গেল প্রাক-প্রাথমিক স্কুল। দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ফিরে খুশি উপচে পড়ল প্রাক-প্রাথমিক স্কুলের পড়ুয়াদের চোখেমুখে। কচিকাঁচাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দিনটিকে স্মরণীয় করে রাখতে কোথাও কোথাও স্কুলে স্কুলে নানা আয়োজন করা হয়। কোথাও চকোলেট হাতে দিয়ে স্বাগত জানানো হয় পড়ুয়াদের।
ক্লাস শুরু হওয়ার ঘন্টাখানেকের মধ্যে ফিরল বন্ধুত্বও। আহমেদাবাদের এইচ বি কাপাড়িয়া নিউ হয় স্কুলের এক ছাত্রী জানিয়েছে, “আমার ৫ বছর বয়স। ভালোভাবে সাজিয়ে মা আমাকে স্কুলে নিয়ে এসেছে। স্কুলে ফিরে আমি ভীষণ খুশি।” একই অনেক দেখা গিয়েছে অন্যান্য খুদে পড়ুয়াদের মধ্যেও।