Union Minister : উত্তরপুর্বাঞ্চল জেগে উঠলেই নয়া ভারত নির্মাণে ইঞ্জিনের ভূমিকায় অবতীর্ণ হবে : কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তরপুর্বাঞ্চল জেগে উঠলেই নয়া ভারত নির্মাণে ইঞ্জিনের ভূমিকায় অবতীর্ণ হবে। কেন্দ্রীয় বাজেট নিয়ে নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তিনি দৃঢ়তার সাথে বলেন, আগামী ২৫ বছরে ভারতকে দুনিয়ার সর্ব শ্রেষ্ট দেশে প্রস্তুত করার লক্ষ্যে ওই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।


এদিন তিনি বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে গত সাত বছরে সারা বিশ্বে ভারতের আলাদা পরিচিতি হয়েছে। এখন সকলের সম্মিলিত প্রয়াসে জগত সভায় ভারত শ্রেষ্ট আসন পাবে, সেই লক্ষ্যেই বাজেট প্রস্তুত করা হয়েছে। তাঁর দাবি, সাধারণ বাজেটে সমাজের সকল অংশের জন্য আলাদাভাবে ভাবনাচিন্তা হয়েছে। সেই মোতাবেক আলাদাভাবে বরাদ্দ করা হয়েছে।


তাঁর কথায়, সাধারণ বাজেটে উত্তর-পূর্বাঞ্চল দারুনভাবে উপকৃত হবে। কারণ, এই অঞ্চল দেশের অভিন্ন অংশ। উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই, প্রধানমন্ত্রী মোদী এই অঞ্চলকে অষ্টলক্ষ্মী হিসেবে দেখেন। তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চল জেগে উঠলে নয়া ভারতের নির্মাণে ইঞ্জিনের ভূমিকায় অবতীর্ণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *