শান্তিরবাজার, ১৫ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম সুব্রত দাস। মৃতদেহের পাশে জঙ্গলে একটি বাইক পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার প্রাতঃভ্রমণকারীরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনী এবং থানার পুলিশকে। খবর পেয়ে দমকল বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।