রায়পুর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে আহত হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪ জন জওয়ান। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজাপুর জেলার মোদাকপাল থানা এলাকার ঘটনা। আইইডি বিস্ফোরণের নেপথ্যে মাওবাদীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে বিশেষ অভিযানে বেরিয়েছিলেন সিআরপিএফ-এর ১৫৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। বিকেল তিনটে নাগাদ মোদাকপাল থানা এলাকার মুরকিনার সড়কে আইইডি বিস্ফোরণ হয়। আহত জওয়ানদের তৎক্ষণাৎ উদ্ধার করে বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।