আগরতলা, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : বিধায়ক পদে পদত্যাগ দিয়েই দিল্লি ছুটে গেছেন সুদীপ রায় বর্মণ ও আশীষ কুমার সাহা। সাথে গেছেন বিধায়ক দীবা চন্দ্র রাঙ্খল, বিধায়ক বুর্বু মোহন ত্রিপুরা এবং বিধায়ক ডা: অতুল দেব্বর্মা। সম্ভবত, পাঁচ জনই আগামীকাল কংগ্রেসে যোগ দিচ্ছেন। সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহার কংগ্রেসে যোগদান পাকা।
এ-বিষয়ে প্রদেশ সভাপতি বীরজিত সিনহা জানিয়েছেন, এখন আমি দিল্লিতে রয়েছি। আগামীকাল সুদীপ বাবুদের কংগ্রেসে যোগদানে উপস্থিত থাকতে গিয়েছি। তিনি জানান, সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহা সহ আরও তিনজন বিজেপি বিধায়ক কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেবেন রাহুল গান্ধী।
তবে, রাহুল গান্ধীর আগামীকালের যোগদান কর্মসূচিতে উপস্থিত থাকার সম্ভাবনা কম। কারণ, তিনি পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্ভবত, কংগ্রেসের পর্যবেক্ষক ডা: অজয় কুমার তাঁদের দলে বরণ করে নেবেন।