ভেদাভেদ করে না বিজেপি, স্বজনপ্রীতি ও তোষণের কোনও স্থান নেই : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি কোনও ভেদাভেদ করে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস-এই মন্ত্র পাথেয় করে এগিয়ে চলছে বিজেপি। বিজেপির সরকারে স্বজনপ্রীতি ও তোষণের কোনও স্থান নেই। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তর প্রদেশের বিজনৌর, মোরাদাবাদ ও আমরোহার ভোটদাতাদের সঙ্গে বার্তালাপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সশরীরে বিজনৌর যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেখানে যেতে পারেননি। ভোটদাতাদের সঙ্গে কথা বলার সময় শুরুতেই ক্ষমা চেয়েছেন মোদী। বলেছেন, “প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। নির্বাচন কমিশনের কিছু শিথিলতার পর, সশরীরে বিজনৌর থেকে প্রচারাভিযান শুরু করব ভেবেছিলাম, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে যেতে পারলাম না।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “রাজ্যের প্রতিটি ব্যক্তিকে নিজের পরিবার মনে করে বিজেপি। আমাদের মন্ত্র হল-সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস। তাই বিজেপির সরকারে স্বজনপ্রীতি ও তোষণের কোনও স্থান নেই।” বিজেপি কোনও ভেদাভেদ করে না, এই দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, “প্রতিটি দরিদ্র মানুষ যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নিজস্ব ঘর পান, তখন তাঁর জাত, ধর্ম অথবা তাঁর এলাকা দেখা হয় না। উজ্জ্বলা স্কিম থেকে যখন গ্যাস কানেকশন পান, তখন মা-বোনদের কাছ থেকে জাত জানতে চাওয়া হয় না।” যোগী আদিত্যনাথ সরকারের ভূয়সী প্রশংসা করে মোদী বলেছেন, “উন্নয়ন যাতে নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ না থাকে বিগত ৫ বছর ধরে সেই প্রচেষ্টা করেছে যোগীজির সরকার। এই ভাবনার সঙ্গে আমাদের সরকার মোরাদাবাদ, বিজনৌর ও আমরোহার মতো শহরেও যোগাযোগ বাড়িয়েছে। আমাদের সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানকার ব্যবসায়ী, উদ্যোক্তা, কৃষকদের সমস্ত ধরনের সহযোগিতা করা হচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ছোট উদ্যোক্তাদের সাহায্য করার জন্য দিনরাত প্ররিশ্রম করছে যোগীজির সরকার। যাতে বিজনৌর, মোরাদাবাদ এবং আমরোহার যুবকদের সামনে সুযোগের অভাব না হয়। এটাই আমাদের অগ্রাধিকার। কেন্দ্রীয় সরকার এবং উত্তর প্রদেশের বিজেপি সরকার আমাদের কৃষক ভাইদের সম্মান ও তাঁদের অধিকার ফিরে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিগত পাঁচ বছরে আখ চাষিদের দেড় লক্ষ কোটি টাকার বেশি দেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আপনাদের এখন যাঁরা বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাঁদের অবশ্যই প্রশ্ন করুন, যখন তাঁদের সরকার ছিল তখন তাঁরা এই এলাকায়, আপনাদের গ্রামে কতটা বিদ্যুৎ দিত?….এই নির্বাচনে অন্য কিছু দেখার দরকার নেই, শুধু পদ্মের ছাপ দেখতে হবে, শুধু বিজেপিকেই দেখতে হবে। বিজেপি এলেই সুরক্ষিত থাকবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *