কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি. স.): প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর । রবিবার ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন লতা । দেশের কোকিলকণ্ঠীর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ।
লতা মঙ্গেশকরের প্রয়ানে শোক জ্ঞাপণ করে করণ জোহর লেখেন, ”আজ স্বর্গলোক প্রকৃত অর্থেই এক সুরের পরীকে দেখল । শৈশবে লতাজির গান শুনে বড় হয়েছি । আজ ওঁর মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে বলব এমন সমধুর কণ্ঠে দেশকে গর্বিত কররা জন্য অসংখ্য ধন্যবাদ ”।
লতার প্রয়াণে অভিনেত্রী জুহি চাওলা লেখেন, ”আমি ভাষা হারিয়ে ফেলেছি। কোকিলকণ্ঠী কিংবদন্তী শিল্পী আর আমাদের মধ্যে নেই । মেনে নিতে কষ্ট হচ্ছে ”।
অভিনেত্রী অনুষ্কা শর্মা টুইট করে লেখেন,”ঈশ্বর সুমধুর কণ্ঠের মধ্য দিয়ে বার্তা পাঠান । আজ ভারতের দুঃখের দিন । তার নাইটিঙ্গল চিরতরে বিদায় নিলেন আজ । লতাজির কণ্ঠের জন্যই উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ”।
শোকপ্রকাশ করে অরিজিৎ সিং লেখেন,” লতা একবার বলেছিলেন আমি কখনও গান গাওয়া থামাব না । যেদিন আমার মৃত্যু হবে, সেদিন আমার গানও আমার সঙ্গে বিদায় নেবে”। আপনি আমাদের মধ্যে চিরকাল থেকে যাবেন ” ।