কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কণ্ঠে মুগ্ধ হওয়া মানুষের সংখ্যা খুঁজে পাওয়া কঠিন। তেমনই তাঁর কণ্ঠের অনুরাগী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করে সেই কথাই বলেন বাংলার মুখ্যমন্ত্রী।
বাংলার ও পূর্ব ভারতের প্রতি লতা মঙ্গেশকরের ভালোবাসা অনস্বীকার্য। বাংলা ও শিল্পীদের প্রতি লতা মঙ্গেশকরের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে সমস্ত ভক্ত এবং অনুগামীদের মতো, আমিও তার কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিলাম। কৃতজ্ঞ বোধ করেছিলাম এটা দেখে যে তাঁর কাছে বাংলা এবং পূর্বের শিল্পীরা খুব প্রিয় ছিল।’
মমতা, লতার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আমি ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুতে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার হৃদয়গ্রাহী শ্রদ্ধা জানাই।’
মুখ্যমন্ত্রীর মত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বিভিন্ন জগতের বিভিন্ন মানুষ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। পাশাপাশি স্মৃতিচারণও করেছেন। ২৮ দিন ধরে করোনার সঙ্গে লড়াই করেছেন তিনি হাসপাতালের বেডে। সঙ্গে ছিল ফুসফুসে সংক্রমণও। চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টি অর্গান ফেলিওয়ের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।

