মুম্বই, ৪ ফেব্রুয়ারি (হি. স.) : করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী জয়া বচ্চন । ফলে ফের শ্যুটিং স্থগিত হয়ে গেল কর্ণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’–র ।
শুক্রবারই জয়া বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, পাঁচ দিন আগে কোভিডে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন ঘরণী। আপাতত আইসোলেন রয়েছেন তিনি। শরীরে দুর্বলতা রয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে, সমস্ত কোভিড বিধি মেনে চলছেন তিনি। কিছুদিন আগেই শাবানা আজমি করোনা আক্রান্ত হওয়ায় কর্ণ জোহরকে তাঁর ছবির কাজ বন্ধ রাখতে হয়। কিন্তু সব স্বাভাবিক হওয়ার আগে ভাইরাসে আক্রান্ত হলেন জয়া বচ্চনও। শাবানা আজমি এবং জয়া বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার পরে, কর্ণ জোহর আপাতত শ্যুটিং বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন । কারণ বাকি কাস্ট এবং ক্রুদের নিরাপত্তার সঙ্গে তিনি আপস করতে চান না।