লঙ্কামুরায় ৫০ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহর সংলগ্ন পশ্চিম থানা এলাকার লঙ্কামুরায় এক বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ এবং নগদ সাড়ে ৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মালিকের নাম চন্দন হালদার। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।


ঘটনার বিবরণ দিয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া মাধুরী মজুমদার জানিয়েছেন, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আসাম রাইফেলস জওয়ানদের নিয়ে আগরতলা পশ্চিম থানার পুলিশ লঙ্কামুরা এলাকার চন্দন হালদারের বাড়িতে গতকাল রাত তিনটা নাগাদ হানা দেয়। বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ ফেনসিডিল এবং এসকাপ কফ সিরাপ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। তাকে জালে তুলেছে পুলিশ।


অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই চন্দন হালদার তার বাড়িতে নেশার কারবার চালিয়ে যাচ্ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সাফল্য পেয়েছে। এই নেশা কারবার চক্রে আরও কারা জড়িত রয়েছে তাদের নামধাম উদ্ধারের জন্য আটক নেশা কারবারি চন্দন হালদারকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। রাজ্য সরকার ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ সফল করার লক্ষ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এ ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানিয়েছেন। উদ্ধার করা নেশার সামগ্রির আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া মাধুরী মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *