শিলিগুড়ি, ২৫ জানুয়ারি (হি.স.): শিলিগুড়িতে ২ কোটি টাকারও বেশি মূল্যের ব্রাউন সুগার-সহ এক ট্রাক চালককে গ্রেফতার করল এসওজি শিলিগুড়ি। ধৃত ট্রাক চালকের নাম-অশোককুমার গৌর (৫০)। সে উত্তর প্রদেশের জৈনপুর জেলার খেতা সারায় এলাকার বাসিদ। রাতে সোমবার শিলিগুড়ি থানার পুলিশের সহায়তায় ঝংকার মোড়ে অভিযান চালিয়ে ওই ট্রাক চালককে গ্রেফতার করে এসওজি।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ট্রাক চালকের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য ২ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।