উন্মোচন করবেন ‘আনসাং অ্যাংলো-মণিপুর ওয়ার হিরোইজ অ্যাট কালাপানি’ শীর্ষক বইইমফল, ২২ জানুয়ারি (হি.স.) : আগামীকাল ২৩ জানুয়ারি মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তর্গত মৈরাঙে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক মোহন ভাগবত৷ এদিন তিনি ব্রিটিশ-শাসকের সাজাপ্রাপ্ত কালাপানিতে বন্দিজীবন নির্বাহকারী স্বাধীনতা সংগ্রামীদের উপর লেখা ‘আনসাং অ্যাংলো-মণিপুর ওয়ার হিরোইজ অ্যাট কালাপানি’ শীর্ষক বইয়ের উন্মোচন করবেন৷
দেশের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ২৩ জানুয়ারি রবিবার মৈরাঙে যাবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর সরসংঘচালক মোহন ভাগবত। এদিন মৈরাঙে সংস্থাপিত নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজির নেতৃত্বে গঠিত আইএনএ দ্বিতীয়বার ১৯৪৪ সালের ১৪ এপ্রিল ভারতের মাটিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল ওই মৈরাঙেই। প্রথমবার পোর্টব্লেয়ারে তেরঙ্গা উত্তোলন করেছিলেন তিনি। এর পর মৈরাং থেকে দেশের স্বাধীনতার বিউগল বাজিয়েছিলেন নেতাজি সুভাষ। তাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিষ্ণুপুর জেলার মৈরাং শহরের এক বিশেষ স্থান রয়েছে। সেখানে গড়ে তোলা হয়েছে আইএনএ-র যাদুঘর। যাদুঘরে বহু চিঠি, ছবি, বিভিন্ন রেঙ্কের ব্যাজ এবং অন্যান্য বহু যুদ্ধ স্মারক সংগ্রহ রয়েছে, যা দর্শনার্থীদের নেতাজির মহৎ ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।
অন্য এক কার্যক্রমে এদিন বিকেল তিনটায় এইচ সুখদেব শর্মা এবং এ কইরেঙের যৌথ-রচিত, ন্যাশনাল বুক ট্রাস্ট, ইন্ডিয়া দ্বারা প্রকাশিত কালাপানিতে ব্রিটিশ-শাসকদের রায়ে দোষী সাব্যস্ত বন্দি স্বাধীনতা সংগ্রামের মহান নেতাদের উপর লেখা ‘আনসাং অ্যাংলো-মণিপুর ওয়ার হিরোইজ অ্যাট কালাপানি’ শীর্ষক বইয়ের উন্মোচন করবেন সংঘ-প্রধান মোহন ভাগবত। এছাড়া তিনি মণিপুরের ‘আনসাং বীর’দের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।
প্রসঙ্গত, মণিপুরের মহারাজা কুলচন্দ্রধ্বজ সিং সহ ২৩ জনকে কালাপানিতে ভয়ংকর শাস্তি দেওয়া হয়েছিল। ‘আনসাং অ্যাংলো-মণিপুর ওয়ার হিরোইজ অ্যাট কালাপানি’ শীর্ষক বইয়ে এ সম্পর্কে তথ্য ভিত্তিক প্রবন্ধ রয়েছে।
উল্লেখ্য, উত্তরপূর্বের তিনটি রাজ্য সফরের উদ্দেশ্যে শুক্রবার মণিপুরের রাজধানী ইমফল পৌঁছেছেন সরসংঘচালক। চারদিন মণিপুরে বেশ কয়েকটি কার্যসূচিতে অংশ নিয়ে ত্রিপুরা এবং অসমে যাবেন সংঘ-প্রধান মোহন ভাগবত।
আরএসএস সূত্রে জানা গেছে, সরসংঘচালকের সফর বার্ষিক যোজনার অধীন। এই সফরে তিনি আরএসএস-এর বিভিন্ন পদমর্যাদার পদাধিকারী, কার্যকর্তা এবং স্বয়ংসেবকদের বৈঠক করে সংশ্লিষ্ট রাজ্যে সাংগঠনিক কার্যক্রম বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বার্ষিক যোজনা বলে মণিপুরের পর তিনি যাবেন ত্রিপুরায়। সেখানে ২৬ জানুয়ারি সকাল ৮.১৫ মিনিটে রাজধানী আগরতলার খয়েরপুরে অবস্থিত সেবাধামে জাতীয় পতাকা উত্তোলন করবেন। এছাড়া অংশগ্রহণ করবেন সাংগঠনিক কার্যসূচিতে।
পরেরদিন ২৭ জানুয়ারি তিনি যাবেন দক্ষিণ অসমের কাছাড় জেলা সদর শহর শিলচরে। সেখানে ৩০ জানুয়ারি পর্যন্ত বহু কার্যসূচি রয়েছে আরএসএস-এর সরসংঘচালক মোহন ভাগবতের।

