জার্মানিতে সংক্রমণের হার সর্বোচ্চ, ২৩৯ বেড়ে কোভিডে ১.১৬-লক্ষাধিক মৃত্যু

বার্লিন, ১৯ জানুয়ারি (হি.স.): কোভিড মহামারীর মধ্যে আরও একটি খারাপ দিন কাটল জার্মানিতে। জার্মানিতে একদিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষের বেশি নাগরিক, মৃত্যু হয়েছে ২৩৯ জনের। রবার্ট কোচ ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, জার্মানিতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৩২৩ জন এবং মৃত্যু হয়েছে ২৩৯ জনের।

জার্মানিতে এই মুহূর্তে ওমিক্রনের জন্যই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জার্মানিতে এখনও পর্যন্ত ওমিক্রনে মোট আক্রান্ত হয়েছেন ৮,১৪০,৪৪৬ জন। মোট মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ১৬ হাজারেরও বেশি। করোনা-মুক্ত হয়েছেন বহু নাগরিক, ইতিমধ্যেই সুস্থতার সংখ্যা ৭,০৯৮,৪০০ জন। নতুন করে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন জার্মানির স্বাস্থ্য কর্তারা।