নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স) : দিল্লি হাইকোর্ট হকি ইন্ডিয়ার বিরুদ্ধে তথ্য দেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য কমিশনের জারি করা আদেশ স্থগিত করার অন্তর্বর্তী আদেশ দিতে অস্বীকার করল। বিচারপতি রেখা পল্লীর বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জানুয়ারি ধার্য করেন।
হকি ইন্ডিয়া ১৩ ডিসেম্বর কেন্দ্রীয় তথ্য কমিশনের আদেশের উপর স্থগিতাদেশ চেয়ে একটি পিটিশন দায়ের করে। আবেদনকারীর পক্ষে উপস্থিত অ্যাডভোকেট শাইল ত্রেহান বলেন, কেন্দ্রীয় তথ্য কমিশনের আদেশ স্বেচ্ছাচারী এবং সম্পূর্ণ বেআইনি। পিটিশনে বলা হয়েছে, তথ্য জানার অধিকার আইনের কর্মী সুভাষ আগরওয়াল হকি ইন্ডিয়ার কাছে হকি ইন্ডিয়ার ঠিকানা, এর কর্মীদের বেতন এবং হকি ইন্ডিয়ার মাসিক ভাড়ার বিষয়ে তথ্য চেয়েছেন। সুভাষ আগরওয়াল বিদেশে হকি ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এর লেনদেনের বিবরণও চেয়েছেন। পিটিশনে হকি ইন্ডিয়া বলেছে যে এই তথ্যে জনসাধারণের কোনো আগ্রহ নেই। হকি ইন্ডিয়ার বার্ষিক হিসাব তার ওয়েবসাইটে প্রকাশিত হয়।
শুনানির সময় কেন্দ্রীয় সরকার আদালতকে বলে, হকি ইন্ডিয়ার কাছে কেন্দ্রীয় তথ্য কমিশন যে তথ্য চেয়েছে তা কেন্দ্রীয় সরকার জারি করা জাতীয় ক্রীড়া কোডের অধীনে চাওয়া হয়েছে। শুনানির সময়, কেন্দ্রীয় সরকার উত্তর দাখিলের জন্য সময় চাইলে আদালত ২০ জানুয়ারির মধ্যে উত্তর দাখিল করার নির্দেশ দেয়।

