নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): হরিদ্বারে ধর্ম সংসদের নামে ঘৃণাভাষণের ঘটনায় এবং রাজধানী দিল্লিতে সভা ডেকে ঘৃণাভাষণের ঘটনায় উত্তরাখণ্ড ও দিল্লি সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। “ধর্ম সংসদ” অর্থাৎ ধর্মীয় সমাবেশে ঘৃণ্য বক্তৃতা মামলায় উত্তরাখণ্ড সরকারকে আগামী ১০ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ।
উত্তরাখণ্ডের হরিদ্বারে গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর দীপক ত্যাগী ওরফে যতি নরসিংহানন্দ নামে এক স্বঘোষিত ধর্মগুরুর নেতৃত্বে একটি ধর্ম সংসদের আয়োজন করা হয়। সেখানে সরাসরি মুসলিম গণহত্যার ডাক দেওয়া হয়। ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়। এমতাবস্থায় আগামী ২৩ জানুয়ারি উত্তর প্রদেশের আলিগড়ে আরও একটি ধর্ম সংসদ হওয়ার কথা, বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আলিগড়ের ধর্ম সংসদ বন্ধ করার জন্য আবেদনকারীদের স্থানীয় কর্তৃপক্ষের কাছে যাওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। ঘৃণাত্মক বক্তৃতার প্রেক্ষিতে বিশেষ দলের দ্বারা স্বাধীন এবং বিশ্বাসযোগ্য তদন্ত চেয়েছিলেন আবেদনকারীরা।

