হাফলং (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়ে নিহত ৩৬ জনের পরিবারকে এককালীন আর্থিক সাহায্য তুলে দিয়েছেন ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদ।
রাষ্ট্রীয় দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা দফতরের গাইড লাইন অনুযায়ী কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিবর্গের পরিবারকে এককালীন ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে ডিমা হাসাও জেলায়। ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে ৩৬ জন সুবিধাভোগীকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ রবিবার জেলাশাসকের কার্যালয়ে সুবিধাভোগীদের হাতে আর্থিক অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন জেলা দুর্যোগ মোকাবিলা প্রশমন ব্যবস্থাপনার চেয়ারপার্সন তথা জেলাশাসক নাজরিন আহমেদ।

