মুম্বই, ৭ জানুয়ারি (হি. স.) : ফের করোনা থাবা বলি পাড়ায়। এবার করোনায় আক্রান্ত হলেন সঙ্গীতশিল্পী বিশাল দাদলানি।বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে টেস্ট কিটের পজিটিভের ছবি প্রকাশ করলেন তিনি। জানিয়েছেন, মৃদু উপসর্গ দেখা গিয়েছে তাঁর শরীরে। বিশাল লিখেছেন, ‘গত সপ্তাহে বা ১০ দিনে আমার সংস্পর্শে আসা যে কারও জন্য এটি দুঃখের বিষয়, প্রতিটি সতর্কতা মেনে চলা সত্ত্বেও, আমি কোভিড পজিটিভ। সাপ্তাহিক শ্যুট ব্যতীত কোন সময়েই আমি মাস্ক ছাড়া কারোর সঙ্গে দেখা করিনি। আমার লক্ষণগুলি তুলনামূলকভাবে হালকা, তবে এখনও বেশ দুর্বল। সর্তক থাকুন।’ আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

