নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স) : আজ রবিবার দুপুরে উত্তরপ্রদেশের মেরঠে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিবৃতি অনুসারে, বিশ্ববিদ্যালয়টি প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে মেরঠের সারদানা শহরের সালাওয়া এবং কাইলি গ্রামে স্থাপিত হবে।
দেশে ক্রীড়ার বিকাশ এবং সমস্ত বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী সচেষ্ট। কার্যালয় সূত্রে জানা গিয়েছে, মেরঠে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা এই স্বপ্ন পূরণের দিকে একটি বড় পদক্ষেপ হবে।
ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে সিনথেটিক হকি মাঠ, ফুটবল মাঠ, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি মাঠ, লন টেনিস কোর্ট, জিমনেসিয়াম হল, সিনথেটিক রানিং স্টেডিয়াম, সুইমিং পুল, মাল্টিপারপাস সহ আধুনিক ও অত্যাধুনিক ক্রীড়া পরিকাঠামো দিয়ে সজ্জিত হবে।
এটি শুটিং, স্কোয়াশ, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন, তীরন্দাজ-এর জন্য সুবিধাগুলিও থাকবে, যার মধ্যে ৫৪০ জন মহিলা এবং ৫৪০ জন পুরুষ খেলোয়াড় সহ ১০৮০ জন ক্রীড়াবিদকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা রয়েছে।

