পানাজি, ২৯ ডিসেম্বর (হি.স.): তিন দিনের সফরে এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তিনি গোয়ায় পৌঁছে গিয়েছেন। বুধবার বেশ কয়েকটি কর্মসূচি এবং বৈঠকের কথা রয়েছে অভিষেকের। তার আগে এদিন বেলা ১১টা নাগাদ তিনি যান সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে। সেখানে পূজার্চনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রুদ্রেশ্বর মন্দিরে পূজার্চনা করার পর অভিষেক জানিয়েছেন, গোয়ার জনগণের ভালোর জন্য সমৃদ্ধির জন্য তিনি প্রার্থনা করেছেন।
আগামী বছরই গোয়ায় বিধানসভা নির্বাচন। গোয়া বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আসন্ন নির্বাচন নিয়েই অভিষেকের এই সফর বলে মনে করা হচ্ছে। এদিন মন্দির এবং মঠ পরিদর্শনের পাশাপাশি কয়েকটি দলীয় বৈঠকও করেন অভিষেক। পরে বেশ কয়েকটি কর্মসূচি এবং বৈঠকের কথা রয়েছে।