Education Minister : মহারাজ বীর বিক্রম কলেজকে আরও দৃষ্টিনন্দন করে তোলা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ মহারাজ বীর বিক্রম কলেজকে আরও দৃষ্টিনন্দন করে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷মঙ্গলবার শিক্ষা মন্ত্রী সপার্ষদ মহারাজ বীর বিক্রম কলেজ পরিদর্শন করেছেন৷ পরিদর্শনকালে মহারাজ বীর বিক্রম কলেজের বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজখবর নেন৷কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক কর্মচারী,ছাত্র-ছাত্রীদের কি ধরনের সমস্যা রয়েছে তা খতিয়ে দেখা হয়৷এসব সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী৷

শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, এমবি বি কলেজের ১৭৮ তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ এ জন্য একটি এলামনি কমিটিও গঠন করা হয়েছে৷ এম বি বি কলেজ সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, এই কলেজটির নাম সারা দেশেই রয়েছে৷কলেজের দীর্ঘ ইতিহাস সম্পর্কে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে অবগত করতে হবে৷ তিনি বলেন,এমবিবি কলেজের ছাত্র-ছাত্রী পৃথিবীর বিভিন্ন দেশে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন৷ বর্তমান মন্ত্রী পরিষদ সহ বিভিন্ন ক্ষেত্রে কলেজের ছাত্র-ছাত্রীরা সুনামের সঙ্গে কাজ করে চলেছেন৷ কলেজকে আরো দৃষ্টিনন্দন ও উন্নত করে তোলার জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান৷ এমবিবি কলেজে যে বাগান রয়েছে তা খুবই সুন্দর বলেও তিনি উল্লেখ করেন৷প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকরা আকৃষ্ট হন৷ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের এ বিষয়ে আরো যত্নবান হওয়ার জন্য শিক্ষা মন্ত্রী পরামর্শ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *