নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে আমবাসা জগন্নাথপুরের ম্যাগজিন পাড়ায় দুটি কন্টেইনার গাড়ি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ৷ এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ৷তারা হলো অখিল খান ও রশিদ৷ তাদের বিরুদ্ধে আমবাসা থানায় এনডিপিএএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷
সংবাদ সূত্রে জানা যায়,আমবাসা থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর ছিল দুটি কনটেইনারে করে গাজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ এবং ট্রাফিক ইউনিটের পুলিশ যৌথ অভিযান চালায়৷জগন্নাথপুরের ম্যাগজিন পাড়ায় পৌঁছলে পুলিশ ও ট্রাফিক পুলিশ গাড়ির গতিরোধ করে৷ গাড়িতে তল্লাশি চালিয়ে যথারীতি প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে৷দুটি গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ৷জানা গেছে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে গাজা নিয়ে যাওয়া হচ্ছিল৷ উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে যখন নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন ঠিক সেই সময়ে একাংশের নেশা কারবারিরা রাজ্যের বিভিন্ন স্থানে নেশা কারবার অব্যাহত রেখেছে৷
ত্রিপুরায় নেশার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যুদ্ধ ঘোষণায় আবারও সাফল্য মিলেছে৷ পৃথক স্থানে অভিযানে প্রায় ৭৬ লক্ষাধিক টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷ পাশাপাশি, নেশা সামগ্রী পাচারের সাথে জড়িত দুই ব্যক্তিকে পুলিশ ও বিএসএফের যৌথ বাহিনী আটক করেছে৷
বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সোমবার গভীর রাতে কলমচৌড়া বিওপি এবং বিএসএফ-এর ১৫০ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ও কাস্টমস ডিভিশন প্রিভেন্টিভ ফোর্স আগরতলার যৌথ অভিযানে নেমে কলমচৌড়া এলাকায় ৯-টি ড্রামে ৩২২ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ যার বাজারমূল্য ৪৮,৩০,০০০ টাকা৷
এদিকে, গত রাত সাড়ে ১২টা নাগাদ আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে টিআর ০৭ সি ০৫০৮ নম্বরের ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে বিশালগড় থানার পুলিশ ও ১৩০ নম্বর ব্যাটালিয়ন জওয়ানদের যৌথ বাহিনী ৪,৮৬০টি ইয়াবা ট্যাবলেট, সাথে ৪-টি মোবাইল ও ভারতীয় মুদ্রায় নগদ ২৫,৫০০ টাকা উদ্ধার করেছে৷ ওই অভিযানে ধনপুরের বাসিন্দা অভিজিৎ ঘোষ (৩৬) এবং প্রসেঞ্জিৎ পাল (৩১)-কে পুলিশ গ্রেফতার করেছে৷ উদ্ধারকৃত নেশা সামগ্রী পুলিশের কাছে সমঝে দিয়েছে বিএসএফ৷