BRAKING NEWS

মান্ডিতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, প্রধানমন্ত্রী বললেন হিমাচলের সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক

মান্ডি, ২৭ ডিসেম্বর (হি.স.): বহু আগে অনুমোদন মিললেও, দীর্ঘ তিন দশক ধরে আটকেই ছিল রেণুকাজি বাঁধ প্রকল্পের কাজ। অবশেষে সোমবার রেনুকাজি বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ড ও দিল্লি-এই ৬ রাজ্যের মিলিত সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। ৭ হাজার কোটি টাকার খরচে তৈরি ৪০ মেগা ওয়াটের এই প্রকল্পে বিশেষভাবে উপকৃত হবে দিল্লি। পাশাপাশি ধৌলা সিধ জলবিদ্যুৎ প্রকল্পেরও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। সবমিলিয়ে সোমবার হিমাচল প্রদেশের মান্ডিতে ১১ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন হিমাচলের মান্ডিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “হিমাচলের সঙ্গে আমার সর্বদাই আবেগের সম্পর্ক রয়েছে। হিমাচলের ভূমি আমার জীবনের দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডাবল ইঞ্জিনের সরকার হিমাচলে ৪ বছর পূর্ণ করেছে। আমি হিমাচলের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। এই ৪ বছরের মধ্যে দুই বছর আমরা করোনার বিরুদ্ধে কঠোর লড়াই করেছি, উন্নয়নের কাজও থামতে দিইনি।” প্রধানমন্ত্ৰীর কথায়, “গত চার বছরে হিমাচল প্রথম এইমস পেয়েছে, হামিরপুর, মান্ডি, চাম্বা এবং সিরমাউরে চারটি নতুন মেডিকেল কলেজ অনুমোদন করা হয়েছে। আজই ১১ হাজার কোটি টাকা ব্যয়ের চারটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, কিছু প্রকল্প উদ্বোধনও করা হয়েছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী রেণুকা জি আমাদের আস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভগবান পরশুরাম এবং তাঁর মা রেণুকাজির স্নেহের প্রতীক এই ভূমি থেকে আজ দেশের উন্নয়নের জন্য একটি স্রোত বেরিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *