শ্রীনগর, ২৫ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী, এবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার চৌগাম এলাকার ঘটনা। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই লস্কর জঙ্গি। গ্রেনেড হামলা ও সাধারণ নাগরিককে হত্যায় জড়িত ছিল এক জঙ্গি, অপর জঙ্গি খুব সম্প্রতি লস্কর জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার চৌগাম এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পাওয়ার পর শনিবার ভোররাত থেকেই ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে তাই চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়। এরপর শুরু হয় গুলির লড়াই, গুলিবিদ্ধ হয়ে দু’জন লস্কর সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে। এনকাউন্টার শেষে ওই স্থান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

