রাস্তার পাশে অস্থায়ী মাছ-মাংসের দোকান গুড়িয়ে দিল পুর নিগমের টাস্ক ফোর্স

আগরতলা, ২১ ডিসেম্বর : আগরতলা পুর নিগমের টাস্কফোর্স বাহিনী মঙ্গলবার সকালে গান্ধী স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে বেশ কয়েকটি অস্থায়ী মাছ ও মাংসের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং স্থানীয় লোকজনরা ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রায় তিন ঘণ্টা এলাকায় রাস্তা অবরোধ করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ স্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্ত ও উচ্ছেদকৃত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন তাদেরকে আগাম কোনো নোটিশ না দিয়ে আচমকা দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দিয়ে যাবতীয় জিনিসপত্র তুলে নিয়ে গেছে পুর নিগমের টাক্স ফোর্স বাহিনী। তাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। টাক্সফোর্স বাহিনীর এ ধরনের কার্যকলাপ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অবিলম্বে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিকল্প ব্যবসা করার জায়গা দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন।

উল্লেখ্য ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ রয়েছে রাস্তার পাশে কোথাও মাছ-মাংস খোলা জায়গায় বিক্রি করা যাবে না। সম্প্রতি হাইকোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই আগরতলা পুর নিগমের টাক্সফোর্স বাহিনী মঙ্গলবার সকালে রাজধানীর আগরতলা শহর এলাকার গান্ধী স্কুল সংলগ্ন স্থানে অভিযান চালায়। অভিযান চালিয়ে প্রায় দশটি দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়ে যাবতীয় জিনিসপত্র তুলে নিয়ে গেছে টাক্সফোর্স বাহিনী।

প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহর শহর রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তার পাশে খোলা আকাশের নিচে মাছ মাংস বিক্রি করা হচ্ছে। এমনকি পাঠা মোরগ সহ অন্যান্য পশুপাখি হত্যা করে এসব মাংস বাজারজাত করা হচ্ছে। এ ধরনের কার্যকলাপ সম্পূর্ণ আইনবিরোধী। সে কারণেই ত্রিপুরা হাইকোর্ট আগরতলা শহরে রাস্তার পাশে মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতেই আগরতলা পৌর নিগম শহর এলাকার বিভিন্ন স্থানে রাস্তার পাশে যেসব জায়গায় মাংস বিক্রি করা হচ্ছে সেসব মাংস বিক্রি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে। এরই অঙ্গ হিসেবে জগরিমুড়া এলাকায় মঙ্গলবার সকালে টাক্সফোর্স বাহিনী অভিযান চালিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।