নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। দিল্লিতে তো তাপমাত্রা নামছেই, পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের কোথাও হিমাঙ্কের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। শীতে কাঁপছে রাজস্থান ও মধ্যপ্রদেশও। সোমবারই উত্তর প্রদেশের কানপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, দিল্লির লোধি রোডে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.১ ডিগ্রি সেলসিয়াস। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে আরও নামতে পারে তাপমাত্রার পারদ।
শীতের মধ্যেও দূষণ আর দিল্লির পিছু ছাড়ছে না। এখনও দূষণের কবলে দিল্লি সংলগ্ন নয়ডা, হরিয়ানার গুরুগ্রামও। দিল্লিতে এদিন সার্বিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯০, যা খুবই খারাপ। এনসিআর অঞ্চলের নয়ডা ও গুরুগ্রামে এদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল যথাক্রমে ২৯৩ ও ২২৫। এই মুহূর্তে শীতের আমেজ উপভোগ করার পাশাপাশি বায়ুদূষণও সহ্য করতে হচ্ছে দিল্লির নাগরিকদের।

