আগরতলা, ১১ ডিসেম্বর : মোহনপুর মণিপুরী চৌমুহনীতে একটি রাবার গোডাউনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গোডাউনের শাটার কেটে ১৫ লক্ষাধিক টাকার রাবার শিট চুরি করে নিয়ে গেছে চোরেরা।
প্রসঙ্গত, এক রাবার ব্যাবসায়ীকে সর্বসান্ত করে গেল চোরেরা। ঘটনা মোহনপুর মণিপুরী চৌমুহনীতে ঘটেছে। মণিপুরী চৌমুহনীর ব্যাবসায়ী হারাধন দেবনাথের রাবার গোডাউনে দুটি শার্টার ভেঙ্গে চোরেরা চুরিকান্ড সংঘটিত করেছে। ব্যবসায়ী হারাধন দেবনাথ জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি গোডাউনে তালা দিয়ে বাড়ি চলে যান। শনিবার সকালে এসে দেখতে পান তাঁর গোডাউনে শাটার ভাঙ্গা। ঘরের ভিতরে ঢুকে দেখেন সব কিছু চুরি হয়ে গেছে। প্রায় পনেরো টন রাবার সিট নিয়ে গেছে চোরেরা, দাবি হারাধন বাবুর। যার বাজার মূল্য বাইশ লক্ষাধিক টাকা। বিষয়টি সিধাই থানাতে জানানো হলে পুলিশ ঘটনাস্থল এসে দেখে গেছে।
মোহনপুরের বিভিন্ন স্থানে এরকম ভাবে চুরির ঘটনা নতুন নয়। পুলিশের খামখেয়ালিপনাতেই এগুলো ঘটছে বলে দাবি স্থানীয় লোকজনদের।

