নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ নভেম্বর৷৷ ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে আগরতলা পুরনিগম ও অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে কাজ কর্ম পরিচালনা করতে প্রত্যেককে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ নবনির্বাচিত পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের নিয়ে সোমবার মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷সেখানে তিনি প্রত্যেক নির্বাচিত সদস্যকে অভিনন্দন জানান৷ অভিনন্দন সভায় মন্ত্রী বলেন,যারা সমগ্র দুনিয়ায় ত্রিপুরা রাজ্যকে বারবার বদনাম করতে চেয়েছে পুর ও নগর পঞ্চায়েত, পুরনিগম নির্বাচনের মাধ্যমে যোগ্য জবাব দিয়েছ রাজ্যের মানুষ৷রবিবার নির্বাচনের ফল বের হবার পর সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী সস্ত্রীক মাতাবাড়িতে পূজা দিতে আসেন৷
সাথে রাজ্যের পর্যটন,কৃষি ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক শংকর রায়,বিধায়ক অরুণ কুমার ভৌমিক,বিধায়ক রঞ্জিত দাস,টিংকু রায় সহ বিভিন্ন মহকুমার পুর ও নগর পঞ্চায়েতের সহ পুর নিগমের নব নির্বাচিত সদস্য সদস্যরা এসেছেন মাতা এিপুরা সুন্দরীর মায়ের আশীর্বাদ নিতে৷ মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা মায়ের মন্দিরে পূজা দিয়ে মন্দিরের বাবা মহাদেবের মন্দিরে পূজা দিয়ে কল্যাণ সাগর তথা মায়ের দীঘিতে যান৷পরে পুর ভোটে বিপুল জয়ের কারনে ভারতীয় জনতা পাটির উদ্যোগে এক অভিনন্দন সভা হয়৷সেখানে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার সাংসৃকতি ত্রিপুরার জনজাতির ঐতিহ্য মহরাজা বীর বিক্রম কিশোর মানিক্যের স্বাভিমান ত্রিপুরেশ্বরী মায়ের ভূমি,এিপুরার কৃষ্টি ও সংসৃকতিকে যেভাবে পদ দলিত করা হচ্ছিল, এিপুরাবাসীকে বিভিন্ন ভাবে অপমানিত করা হচ্ছিল তার মুখ্য জবাব দিয়েছে এিপুরাবাসি৷ এ জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাব্রুম,বিলোনিয়া, অমরপুর সোনামুড়া,মেলাঘর, উদয়পুর, আগরতলা সহ বিভিন্ন মহকুমার নির্বাচিত সদস্যদের পরিচিত করিয়ে দেন মুখ্যমন্ত্রী৷

