Road blockade : পানীয় জলের জন্য হাহাকার, কৈলাসহরে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ পানীয় জলের দাবিতে সোমবার কৈলাসহরের জামতৈল বাড়ি এডিসি ভিলেজের ছাগলডেমা এলাকায় পথ অবরোধ করলেন এলাকার ক্ষুব্ধ জনতা৷ পানীয়জলের দাবীতে আবারও রাস্তা অবরোধ৷ ঘটনা কৈলাসহরের জামতৈল বাড়ি এডিসি ভিলেজের ছাগলডেমা এলাকায়৷ কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত জামতৈল বাড়ি এডিসি ভিলেজ৷ কৈলাসহর শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই এডিসি ভিলেজটি৷


এই জামতৈল বাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত ছাগল ডেমা এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয়জলের তীব্র সমস্যা চলছে৷ ছাগল ডেমা এলাকায় একশো শতাংশ মানুষই হত দরিদ্র উপজাতি সম্প্রদায়ের৷ এলাকায় কয়েকটি রিং ওয়েল থাকলেও এগুলো অনেক দিন ধরেই শুকিয়ে গেছে৷ ভগ্ণ অবস্থায় থাকার পরও দপ্তরের পক্ষ থেকে সারাইয়ের কোনো উদ্যোগ নেই৷ এছাড়া এলাকায় একটি পাম্প মেশিন থাকলেও এটাও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে৷ এক্ষেত্রেও দপ্তরের কোনো ভুমিকা নেই৷ গ্রামবাসীরা আরও অভিযোগ করেন যে, গ্রামে শুধুমাত্র পানীয়জল নেই এমন নয়, গ্রামের মানুষ নিজেদের কাপড় ধোঁয়ার এবং স্নান করার জন্যও জল নেই৷ গ্রামবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় এডিসি ভিলেজের কর্তাদের জানানোর পরও কোনো ধরনের কার্যকরী ভুমিকা নেওয়া হয় নি৷ গ্রামবাসীরা ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের ভুমিকা নেওয়া হয়নি৷


যার ফলে, গ্রামের পুরুষ মহিলা সবাই একত্রিত হয়ে ঊনত্রিশ নভেম্বর সোমবার সকাল দশটা থেকে জামতৈল বাড়ি এডিসি ভিলেজের ছাগল ডেমা এলাকার মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন৷ সকাল দশটায় রাস্তা অবরোধ শুরু হলেও প্রায় সাড়ে তিন ঘন্টা পর অবরোধস্থলে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী যায়৷ দপ্তরের এক আধিকারিকও পুলিশের সংগে আসে৷ ডিডব্লিউএস দপ্তরের আধিকারিককে পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভে ফেঁটে পড়েন৷ প্রায় আধঘন্টা আলোচনার পর ডিডব্লিউএস দপ্তরের আধিকারিক বলেন, দপ্তরের উদ্যোগে খুব শীঘ্রই এলাকার পাম্প মেশিনটি সারাই করা হবে এবং মেসিনটি সারাই না হওয়া অব্দি প্রতিদিন দপ্তরের পক্ষ থেকে এলাকায় গাড়ি দিয়ে জল সরবারাহ করা হবে৷আধিকারিকের এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়৷