এ বার ‘ওমিক্রন’-এর ভয়! করোনার নতুন প্রজাতি নিয়ে উদ্বিগ্ন হু

জেনেভা, ২৭ নভেম্বর (হি.স.): মারণ করোনাভাইরাস নির্মূল হচ্ছেই না। এবার হাজিরা হয়েছে কোভিডের নতুন প্রজাতি ‘বি.১.১.৫২৯’ প্রজাতি। নতুন এই প্রজাতির নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। ‘ওমিক্রন’-কে নিয়েই এবার চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনাভাইরাসের নতুন ‘বি.১.১.৫২৯’ প্রজাতিকে উদ্বেগজনক বা ‘ভেরিয়েন্ট অফ কনসার্ন’ হিসেবে চিহ্নিত করে সেটিকে ‘ওমিক্রন’ নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন এই প্রজাতির ভাবগতিক বুঝতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রজাতিতে বিপজ্জনক মিউটেশন ঘটেছে। বস্তুত, সেই কারণেই চিহ্নিত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ঝুঁকির সর্বোচ্চ ধাপে রাখা হল করোনার এই নয়া স্ট্রেনকে। দক্ষিণ আফ্রিকায় প্রথম চিহ্নিত হয়েছিল এই প্রজাতির ভাইরাস। তবে ভারতে এখনও পর্যন্ত এই নয়া ভেরিয়েন্ট পাওয়া যায়নি বলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। ‘ওমিক্রন’-কে নিয়ে ভয়ের অন্যতম কারণ হল কোভিড টিকার কার্যকারিতা রুখে দিতে পারে নতুন স্ট্রেনটি।