শ্রীনগর, ২৬ নভেম্বর (হি.স.): আকাশ পরিষ্কার হতেই ফের অনেকটাই তাপমাত্রা কমল কাশ্মীর উপত্যকায়। বাড়ল শীতের আমেজ। শ্রীনগর থেকে পহেলগাম-কাশ্মীরের সর্বত্রই খানিকটা কমেছে তাপমাত্রার পারদ। লাদাখের দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ১০.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। লেহ্-তে সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা কমে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।উত্তর কাশ্মীরের হিল রিসর্ট গুলমার্গে তাপমাত্রা কমে মাইনাস ১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শ্রীনগরের তাপমাত্রা কমে হিমাঙ্কের নীচে, ১.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস মাইনাস ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমেছে জম্মুতেও। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
2021-11-26