নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ছোট্ট একটি টুইট-‘ভুলছি না কখনও’। ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তি এ ভাবেই স্মরণ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুঝিয়ে দিলেন, ২৬/১১ সন্ত্রাসের স্মৃতি এখনও দগদগে অনেক ভারতবাসীর মনেই। দেখতে দেখতে ১৩ বছর অতিক্রান্ত হয়ে গেল| কিন্তু, ক্ষত এখনও শুকোয়নি| ২৬/১১-র সেই স্মৃতি এখনও তাজা সকলের মনে|
২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই রাত কেড়ে নিয়েছিল ১৬৬ জনের প্রাণ| পাকিস্তানি জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয়েছিল বাণিজ্যনগরী মুম্বই| মুম্বই হামলায় শহিদদের এদিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইটে লিখেছেন, ২৬/১১ হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। গোটা দেশে আপনাদের বীরত্বে গর্বিত। কৃতজ্ঞ রাষ্ট্র সর্বদা আপনাদের বলিদানের ঋণী থাকবে।