নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): বায়ুদূষণ কমছেই না দিল্লিতে, গোটা নভেম্বর মাসই দূষণের কবলে রাজধানীর বাতাস। শুক্রবার চড়ল তাপমাত্রার পারদও, এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। ‘সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ’ জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দূষণ থেকে মুক্তির কোনও সম্ভাবনা নেই দিল্লিতে।
শুক্রবার সকালে দিল্লির বাতাস ছিল অনেকটাই দূষিত। সকাল ৯টা নাগাদ দিল্লির বাতাসে দূষণ-সূচক ছিল ৪০৩, যা ভীষণ খারাপ। দিল্লির পাশাপাশি এদিনও দূষণের কবলে ছিল রাজধানী সংলগ্ন পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন শহর। এদিন ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল ফরিদাবাদ, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও নয়ডা।