Road Blocled : কাঞ্চনপুুরে ছাত্রছাত্রীদের পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে মঙ্গলবার বেলা সাড়ে এগারটা থেকে কাঞ্চনপুর জলেবাসা যাওয়ার রাস্তা অবরোধ করে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা৷
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা মঙ্গলবার কাঞ্চনপুর জলেবাসা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ তাদের দাবি শিক্ষা দফতর থেকে জানানো হয় ক্লাস ইলেভেনের পেটেন্ট পরীক্ষা ৪০ মার্কের ভেতরে নেওয়া হবে৷ বর্তমানে ৮০ মার্কের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়৷

আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বক্তব্য ৪০ মার্কের যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে পথ অবরোধ প্রত্যাহার করবে তারা৷ আর ৮০ মার্কের পরীক্ষা নেওয়া চলবে না৷ ৮০ মার্কের পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নেয় নি বলে জানিয়েছে৷


তাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা শুধু কাঞ্চনপুরই নয় ,বিভিন্ন স্থানে একাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *