রাঁচি, ১৮ নভেম্বর (হি.স) : আর কয়েক ঘণ্টা পর রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। শুক্রবার জয়ের লক্ষ্যেই রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। জয়পুরে পাঁচ উইকেটে জিতে টগবগ করে ফুটছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। শুক্রবার জিতলেই টিম সাউদির দলকে হারিয়ে ভারত তিন ম্যাচের টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলবে।
এদিনের ম্যাচে রাহুল দ্রাবিড়ের টিম বেশ কয়েকটা পরিবর্তন আনতে পারে। রাঁচিতে পেসার মহম্মদ সিরাজ বসতে পারেন। সিরাজের জয়পুরে প্রথম ম্যাচে চোট লেগেছিল। ফলে তাঁর জায়গায় দিল্লি ক্যাপিটালসে আগুনে বল করা স্পিডস্টার আবেশ খান আসতে পারেন দলে। ভুবনেশ্বর কুমার তাঁর ফর্ম ফিরে পেয়েছেন। ভুবির সঙ্গে আবেশের যুগলবন্দি দেখা যেতে পারে ম্যাচে।
প্রথম ম্যাচে ভারত জিতলেও মিডল অর্ডারের খারাপ ব্যাটিং হঠাত্ই চাপ তৈরি করেছিল ভারতীয় শিবিরের ওপর। শ্রেয়স আইয়ার দীর্ঘদিন পর মাঠে ফিরলেও এখনও পর্যন্ত রানের মুখ দেখতে পাননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে ব্যর্থই বলা চলে।
একইসঙ্গে অভিষেকে নজর কাড়তে পারেননি ভেঙ্কটেশ আইয়ারও। দ্বিতীয় ম্যাচে নামার আগে সেদিকেই বাড়তি নজর ভারতীয় টিম ম্যানেজমেন্টর। তবে বোলিংয়ে হয়ত একটা পরিবর্তন আসতে পারে।