নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। পঞ্চপট্টি গণহত্যার 22 তম দিবস সিমলার ঈশানপুরস্থিত রাজিব স্মৃতি বনে। এ উপলক্ষে প্রভাত ফেরি ,হরিনাম সংকীর্তন, বসে আঁকো প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৯৯ সালের ১৪ ই নভেম্বর সিমনার পঞ্চবটী বাজারে গণহত্যার ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিমনার ঈশানপুরস্থিত রাজীব স্মৃতি বনে হয় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের অনুষ্ঠান।১৯৯৯ সালের সেই দিনটিতে পঞ্চবটী বাজারে উগ্রপন্থীদের তপ্ত বুলেটে ১৮ জন নিহত হয় ও পাঁচজনকে অপহৃত করে নিয়ে যায় পরে তাদেরকে ছাড়িয়ে আনতে গেলে আরো দুজনকে আটকে রেখে দেয় উগ্রপন্থীরা।মোট ২৫ জনকে হারিয়েছিলো তাদের পরিবার পরিজনরা ।
তারপর গঠিত হওয়া সিমনাঞ্চল গণ আন্দোলন কমিটির উদ্যোগে নিহতদের সেদিন একসাথে ঈশানপুর ব্রীজ সংলগ্ন স্থানে অন্ত্যোষ্টিক্রিয়া করে জায়গাটির নাম দেওয়া হয় রাজিব স্মৃতি বন।তখন থেকে রাজীব স্মৃতি বনে প্রতিবছর তাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হয়ে আসছে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের অনুষ্ঠান। ২২তম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের আত্মীয়-স্বজনরা। সকালবেলায় মঙ্গলারতি ও প্রভাত ফেরী দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন,বসে আঁকো প্রতিযোগিতা,,দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ,সন্ধ্যায় হয় নাম সংকীর্তন।সিমনাঞ্চল গণ আন্দোলন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আন্দোলনকর্মীরা। তাদের মধ্যে অন্যতম ছিলেন মদন মোহন সাহা, অমল সরকার। বীভৎসময় দিনের কথা মনে উঠলে ওই এলাকার মানুষ এখনো আতঙ্কে আঁতকে উঠেন। আর কোন দিন যাতে ভাতৃঘাতী দাঙ্গার কবলে পড়ে জাতি উপজাতি কোন অংশের মানুষকে স্বজনহারা হতে না হয় সেজন্য আবেদন জানিয়েছেন এলাকার শান্তি প্রিয় জনগণ।