নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। উপজাতি ছাত্র-ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে তা নিরসনের লক্ষ্যে এমডিসি তথা তিপরা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সোমবার উপজাতি কল্যাণ দফতরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের উপজাতি ছাত্রছাত্রীরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়মিত পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এনিয়ে উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ধূমায়িত হচ্ছে। বিষয়টি এমডিসি তথা তিপরা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এর নজরে আনা হয়। ছাত্র-ছাত্রীদের এই সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার পর প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সোমবার উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে বেশ কিছু সংখ্যক উপজাতি ছাত্র-ছাত্রী ও সেখানে উপস্থিত ছিলেন।
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে সমস্যা দেখা দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে উপজাতি কল্যাণ দপ্তর এর অধিকর্তা জানান মোট ২৬০০০ আবেদনপত্র জমা পড়েছিল।এরমধ্যে প্রায় ২০০০ আবেদনপত্রে নানা রকমের ভুল ত্রুটি রয়েছে। এছাড়া পদ্ধতিগত কারণে অনেকের একাউন্টে সঠিক পরিমাণ টাকা ঢোকেনি। দপ্তর অধিকর্তা জানান এক মাসের মধ্যেই এসব সমস্যা সমাধান হয়ে যাবে। এছাড়া যে ২০০০ আবেদনপত্রে নানা সমস্যার রয়েছে সেগুলি এক সপ্তাহের মধ্যেই ত্রুটি দূর করে স্কলারশিপের টাকা একাউন্টের মাধ্যমে নিচে দেওয়া হবে।উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমডিসি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন দেববর্মা বলেন দপ্তর অধিকর্তা সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার পর প্রতিশ্রুতি দিয়েছেন এক সপ্তাহের মধ্যেই এসব সমস্যা সমাধান করা হবে। এসব সমস্যার সমাধানের জন্য তিনি নিজে সঙ্গে বলেন। তিনি ছাত্র-ছত্রীদের আশ্বস্ত করে বলেন নির্ধারিত সময়ের মধ্যে স্কলারশিপের টাকা উপজাতি কল্যাণ দপ্তর থেকে মিটিয়ে না দিলে তিনি নিজে পুনরায় দপ্তরের অধিকর্তার অফিসে আসবেন।দপ্তর অধিকর্তা এবং এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছ থেকে স্কলারশিপের টাকা পাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট আসাস পাওয়ায় সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা সন্তোষ ব্যক্ত করেছে।