লখনউ, ১৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশ জল নিগম নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন জেলবন্দি সমাজবাদী পার্টির নেতা এবং তৎকালীন মন্ত্রী আজম খান। এই মামলায় আজম খানকে সমন পাঠানো হয়েছিল, তাই সোমবার বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন তিনি। সীতাপুর জেলের সুপার আজম খানকে আদালতে হাজির করেছেন। কড়া নিরাপত্তায় তাঁকে সীতাপুর জেল থেকে লখনউয়ের আদালতে নিয়ে যাওয়া হয়।
আজম খানের আইনজীবী রঞ্জিত কুমার জানিয়েছেন, আজ বিশেষ সিবিআই আদালতে শুনানি হয়েছে। সিআরপিসি-র ২০৭ ধারা অনুযায়ী এদিন শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী ২৯ নভেম্বর। আজম খানের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করার অনুমতি দিয়েছে আদালত।
2021-11-15