ভোপাল, ১৫ নভেম্বর (হি.স.): জনজাতীয় রানি, রানি কমলাপতিকে যোগ্য সম্মান দিয়েছে ভারত সরকার। মধ্যপ্রদেশের ভোপালের হবিবগঞ্জ রেল স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রানি কমলাপতির নামে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং জানালেন, ব্রিটিশ হোক অথবা কংগ্রেস কেউই রানি কমলাপতিকে উপযুক্ত স্থান দেয়নি। সোমবার মধ্যপ্রদেশের ভোপালের জাম্বুরি ময়দানে আয়োজিত জনজাতীয় গৌরব দিবস মহাসম্মেলনে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “রানি কমলাপতিকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। ব্রিটিশ হোক অথবা কংগ্রেস কেউই তাঁকে ইতিহাসে উপযুক্ত স্থান দেয়নি। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবিবগঞ্জ রেল স্টেশনের নাম তাঁর নামে রেখেছেন।”
কংগ্রেসকে তিরস্কার করে শিবরাজ বলেছেন, “জনজাতীয় গৌরব দিবস মহাসম্মেলন কেন আয়োজিত করা হল, তা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস। তাঁরা বলছে অর্থের অপচয় করা হচ্ছে। কিছু মানুষ যাঁরা বলত, বিজেপি সরকার আদিবাসী-বিরোধী, তাঁরা এখন আদালতে যাচ্ছে। এখন তাঁরা বিচলিত। তাঁরা নায়ক-নায়িকাদের পেছনে, আইফার মতো অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করে।”