চেন্নাই ও পুদুচেরি, ৮ নভেম্বর (হি.স.): বৃষ্টি থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না তামিলনাড়ুতে। দু’দিন আগে থেকে শুরু হওয়া বৃষ্টি চলছে সোমবারও। সোমবার বৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও। উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর সুবাদে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে। চেন্নাই ও শহরতলির বেশ কিছু এলাকা ইতিমধ্যেই জলের নীচে। তিরুচিরাপল্লিতে রাস্তায় জল জমে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। ভারী বৃষ্টি চলছে রামেশ্বরমেও।
সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল তামিলনাড়ুর অধিকাংশ জেলার আকাশ। মেঘে ঢাকা ছিল রামেশ্বরম, শিবগঙ্গা, কোয়েম্বাটুর প্রভৃতি জেলার আকাশ। ভারী বৃষ্টিও হয়েছে এই তিন জেলা-সহ অন্যান্য জেলায়। তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় এদিন বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল ও কলেজ। এদিকে, চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকায় জল জমে যাওয়ায় বেহাল হয়ে পড়েছে তামিলনাড়ুর রাজধানী। পরিস্থিতি মঙ্গলবার যে আরও ঘোরালো হতে পারে তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ৯-১১ নভেম্বর অবধি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।