কলকাতা, ৬ নভেম্বর (হি.স) : শনিবার ভাইফোঁটায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে রাজ্যের প্রতিটা ভাই-দাদাদের আন্তরিক ভাবে ভালো থাকার কথা বললেন। আজকের দিনটা ভাই-বোনেদের কাছে এক অন্য মাত্রার, অন্য আবেগের। ভাইবোনের এই সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হোক, সেই কামনা করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূলের অনেক শীর্ষনেতা ফোঁটা নিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে বা পরে, প্রতি বছর ভাইফোঁটার দিন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাংবাদিক, অনেকেই দিদি মমতার হাতে ফোঁটা পেয়েছেন। করোনার আবহে পরিস্থিতি বদলেছে, কাটছাঁট হয়েছে অনেক কিছুই। প্রতিবছরই আজকের দিনটা নেত্রী মমতার কাছে অন্য আবেগের, অন্য ব্যস্ততার।
2021-11-06